৩৮ তম জাতীয় ব্যাডমিন্টনে দ্বৈতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ সিলেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৪:২৯:০৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ৩৮তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশীপ-২০২৩ এ দ্বৈতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে সিলেট জেলা (পুরুষ) ব্যাডমিন্টন দল। অপরদিকে এককেও রানার্সআপ হয়েছে সিলেট। গতকাল শুক্রবার ঢাকার শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অল সিলেট দ্বৈত ফাইনালে গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীর জুটি চ্যাম্পিয়ান হয়। ফাইনালে রানার্সআপ হয় সিলেটের অপর জুটি মো. মিজানুর রহমান ও মো. রাহাতুল নাঈম।
অপরদিকে, এককে রানার্সআপ হয়েছেন সিলেটের মো. আব্দুল হামিদ লোকমান। এককে মো. আব্দুল হামিদ লোকমান ও ঢাকার সোয়াদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিকে, জাতীয় চ্যাম্পিয়ানশীপে সিলেটের সাফল্যে সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দের অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটি, জেলা ক্রীড়া সংস্থা, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।