লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৪:৩১:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৭০তম সিন্ডিকেট সভা গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩৪ তম সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন এবং শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক। এতে লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য আব্দুল হাই, প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, দেওয়ান সাকিব আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য প্রফেসর ড. মো. কবির হোসেন, আমন্ত্রিত সদস্য পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।