গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৪:৩৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের অবৈধ আগ্রাসনের প্রতিবাদে গতকাল ও বৃহস্পতিবার সিলেট বিভাগের নানা স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
সমাবেশে বক্তারা বলেন, ইহুদিবাদী ইসরাইল বছরের পর বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। তারা অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদ করে তাদের বাড়িঘরসহ সবকিছু জোরপূর্বক দখল করে নিচ্ছে। হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। এ অবস্থা আর চলতে পারে না। তাই মুসলিম বিশ্বকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার ও ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনিদের খাবার, পানি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ করে চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে ইসরাইল। ফিলিস্তিনি মুসলমানদের ওপর হামলা অব্যাহত থাকলে বিশ্বের মুসলমানরা ঘরে বসে থাকবে না বলেও হুঁসিয়ারি উচ্চারণ করেন তারা।
জালালাবাদ ইমাম সমিতি : মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল-আকসা ও ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমা বর্ষণ করে ইসরাইল চরম মানবাধিকার লংঘনের নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে। তাদের বোমার আঘাত থেকে রক্ষা পাচ্ছেনা নারী, শিশু, মসজিদ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় বিশ্বের প্রতিটি মুসলমানকে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলনে মাঠে নামতে হবে এবং সোচ্চার হতে হবে। এই প্রতিরোধ আন্দোলনের অংশ হিসাবে ইসরাইলের তৈরী সকল পণ্য বর্জন করা আমাদের ঈমানী দায়িত্ব।
জালালাবাদ ইমাম সমিতির উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক বোমা বর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুমআ সিলেটের কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রশিদ আহমদ, মাওলানা মুফতি সাইদ আহমদ, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন, সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, শাহ আবু তুরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি বিলাল আহমদ, মাওলানা আব্দুশ শহীদ, সমিতির প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, মাওলানা রেজাউল করীম জালালি, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহিম, সমিতির দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু উমামা মাহফুজ, কতোয়ালী থানা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুদ্দিন আনসারী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুময়া নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা আল আকসাসহ একাধিক নবী রাসুলদের সমাধি ও স্মৃতিবিজড়িত স্থান রয়েছে। ইসরাইলী সন্ত্রাসীরা আল আকসা, গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বার বার অন্যায়ভাবে হামলা করে আসছে। এতে নারী, শিশু, বৃদ্ধসহ নিরীহ মুসলমানরা নির্যাতিত হচ্ছে। গত কয়েক দিন যাবত তাদের নির্যাতন যেন ভয়াবহ রূপ ধারণ করছে। এই হামলা বন্ধ না হলে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলী সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করে ফিলিস্তিনের মুসলমানকে স্বাধীন করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নযীর আহমদ, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান, নগর প্রচার ও দাওয়াহ্ বিষয় সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ,অর্থ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান রনি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফিজ মাওলানা সুলাইমান শাহী, জেলা সদস্য মাওলানা রহুল আমিন,সদর উপজেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম আনসারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা বদরুল হক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মহানগর সভাপতি জাকির হুসাইন, সাধারণত সম্পাদক রায়হান আজমল, ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম শামিম, নগর সভাপতি মুহাম্মাদ মকবুল হোসাইন, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলবাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফয়সাল আহমদসহ জেলা মহানগর ও সহযোগী সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ।