শাল্লায় তৌহিদী জনতার মিছিল-সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৪:৪২:১৭ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার দাবিতে শাল্লা উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর থানা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
মাদ্রাসায়ে নূরে মদিনা মুহতামিম মাওলানা জুনায়েদ আহমেদ কাটাখালীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দামপুর আটপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান, উপজেলা পরিষদ মসজিদের খতিব হাফেজ মাওলানা এনামুল হক, থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল কাদের, জামেয়া মুস্তাফিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোয়াজ্জম আল হুসাইন প্রমুখ।
সমাবেশে ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানের উপর দখলদার ইসরাইলের হামলার নিন্দা জানানোর জন্য সর্বস্তরের তাওহিদী জনতার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সিলেট মহানগর জমিয়ত : ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ হওয়ার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার, জেলা যুব সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মহানগর সহ সভাপতি মুফতী আলতাফুর রহমান, মাওলানা মাহমুদ হোসাইন বড়বন্দী, মাওলানা খাইরুজ্জামান, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মকবুল হোসেন, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি ইমরান, সামাউন চৌধুরী, সৈয়দ শাকির আলী, বখতিয়ার হোসাইন, তারেক আহমদ, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক রেজাউল হক, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা ইসহাক হোসেন প্রমুখ।