কামালবাজারে বাসিয়া নদীর উপর সেতু উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৪:৫০:৩১ অপরাহ্ন
আওয়ামী লীগ ওয়াদা করলে পূরণ করে ——— সাইফুজ্জামান শেখর এমপি
জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি——- হাবিবুর রহমান হাবিব এমপি
বাসিয়া নদীর উপর সেতু হওয়ায় আমি খুশী—— দানবীর ড. রাগীব আলী
দক্ষিণ সুরমা প্রতিনিধি: মাগুরা-১ আসন থেকে নির্বাচিত এমপি সাইফুজ্জামান শেখর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ওয়াদা করলে তা পূরণে সচেষ্ট থাকে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে যে উন্নয়ন করেছেন, অতীতে কোন সরকার তা করতে পারেনি। প্রতিটি নির্বাচনী এলাকায় দৃশ্যমান প্রকল্পের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে সক্ষম হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সরকার দেশবাসীর কল্যাণে গৃহহীনদের ঘর, শতভাগ বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিসিবি’র মাধ্যমে স্বল্পমূল্যে মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদান, ১০ টাকা কেজি দরে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল, শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান ইত্যাদিসহ নানান সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে।’
তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি আদালতের এখতিয়ার। এখানে সরকারের করণীয় কিছু নেই। যারা আমেরিকাকে প্রভু মেনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন কোনদিনই পূরণ হবে না। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে জাতির পিতার কন্যাকে হত্যা করতে চেয়েছিল, যারা একই দিনে একই সময়ে দেশের ৬৩ জেলায় ৫৬৬টি স্থানে বোমা হামলা চালিয়ে আমাদের এই মাতৃভূমিকে বিশ্ববাসীর কাছে অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালিয়েছিল, জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে।’
তিনি আরো বলেন, ‘সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে তরুণ ও সুযোগ্য নেতা হাবিবুর রহমান হাবিবকে ব
ঙ্গবন্ধুর নৌকা মার্কায় নির্বাচিত করায় তিনি এই নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন। তার এই কর্মকান্ডকে আপনাদের আগামীতেও মূল্যায়ন করা উচিত।’
গতকাল শুক্রবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে বাসিয়া নদীর উপর রাগীব আলী সেতুর পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সেতুর উদ্বোধক সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘গত উপ-নির্বাচনে আমি জনগণের কাছে কামালবাজারে বাসিয়া নদীর উপর সেতু নির্মাণের অঙ্গীকার করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মাত্র ২ বছরের মধ্যে সেতুটি নির্মাণ করে জনগণের চলাচলের সুযোগ করে দিয়েছি। এই ওয়াদা রক্ষা করতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
তিনি বলেন, ‘মোল্লারগাঁও ইউনিয়নের প্রান্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এখন সময়ের অপেক্ষায় মাত্র। এর পাশাপাশি আমার নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলায় আমি রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি।’
সম্মানিত অতিথি’র বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে হাবিবুর রহমান এমপির প্রচেষ্টায় সেতু নির্মাণ হওয়ায় আমি খুশী। এতে এই এলাকার জনগণের চলাচলের সুযোগ আরো একধাপ এগিয়ে গেলো।
কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার আলী। সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি এডভোকেট নিজাম উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান আরশ আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন, জেলা তাঁতীলীগের সহ-অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী আব্দুল মোতালেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কেএম ফারুক, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান শাহীন, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম