মৌলভীবাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না ২ মোটরসাইকেল আরোহীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৫:৩৫:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের সদর উপজেলার আকবরপুর কৃষি গবেষণা প্রতিষ্ঠান এলাকায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কমলগঞ্জ পৌরসভার শ্রীনাথপুর গ্রামের মৃত জমসেদ মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫) ও ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দীন (৫০)। নিহতরা পরস্পরের আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ২টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা।
চলন্ত পথে আকবরপুর কৃষি গবেষণা প্রতিষ্ঠান এলাকায় ‘দি নিউ লাইফ’ নামীয় একটি এ্যাম্বুলেন্সের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তাজ উদ্দীন মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত শাহিন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা অংশংকাজনক থাকায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায়ই মারা যান শাহিন মিয়া ।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. হারুনূর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।