লাখাইয়ে ইজিবাইকের ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ২৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৩, ৫:৩৬:৫২ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের লাখাই উপজেলায় ইজিবাইকের (টমটমের) ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহ গ্রামের ইজিবাইক (টমটম) ড্রাইভার আলী হোসেনের ছেলে আফিল মিয়ার সাথে ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয় পশ্চিম বুল্লা গ্রামের রানা মিয়া নামে এক যুবকের। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি উভয়ের স্বজনদের মধ্যে জানাজানি হলে সিংহ গ্রাম ও পশ্চিম বুল্লা গ্রামের লোকজন বুল্লা বাজারে জড়ো হন। এক পর্যায়ে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে সনজব আলী (৩০), রমিজ মিয়া (৪০), আরজু মিয়া (৪০), রফিক মিয়া (৩৫), খোকন মিয়া (৩৫), আরজু মিয়া (২৬), আলী রহমান (৩৫), মনছুর মিয়া (২৫), কাউছার মিয়া (২৮) ও করম আলী (৪৮) কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় কাউছার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।