বিশ্ব মান দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার
স্মার্ট বাংলাদেশ গঠনে সঠিক মান অনুসরণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৪:৩৫:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে সঠিক মান অনুসরণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ পণ্যের গুণগত মান বজায় থাকলে দেশের বাজার ছাড়িয়ে তা বহির্বিশ্বে সুনাম ও খ্যাতি অর্জন করে। পণ্যের মানের বিষয়ে সেবাদানকারী ও সেবা গ্রহণকারী উভয়ের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
গতকাল শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে ৫৪তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো নির্মাণ, সেবাখাতসহ সব ক্ষেত্রেই পরিমাপের গুরুত্ব অপরিসীম। সঠিক পরিমাপ ছাড়া মান ও গুণাগুণ অর্থহীন। যে কোন পণ্য উৎপাদন কিংবা সেবা প্রদানের ক্ষেত্রেও সঠিক পরিমাপ নিশ্চিত করা জরুরি। এর ব্যত্যয় ঘটলে ভোক্তা সাধারণের জন্য তা ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ, ক্যাব সভাপতি মো. জামিল চৌধুরী ও সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।
‘সমন্বিত উদ্যোগে টেকসই বিশ্ব বিনির্মাণে-মান’ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ। তিনি ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার এ পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের প্রভাবমুক্ত উন্নত ও টেকসই পৃথিবী বিনির্মাণে আন্তর্জাতিক মানের গুরুত্ব তুলে ধরেন। এ ব্যাপারে গণসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিশাত আনজুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই সিলেট এর উপ-পরিচালক ও অফিস প্রধান মো. লুৎফর রহমান বিশ্ব মান দিবসের ইতিহাস, বিএসটিআই’র কার্যক্রম, আন্তর্জাতিক অঙ্গনে বিএসটিআই’র গ্রহণযোগ্যতা, পণ্য ও সেবার মান বাস্তবায়নে সরকারি পদক্ষেপ এবং সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন নিশ্চিতে বিএসটিআই’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, লোকবল সংকট থাকা সত্ত্বেও সিলেট অঞ্চলে বিএসটিআই আন্তরিকতার সাথে কার্যক্রম চালাচ্ছে।
এছাড়া, অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আফতাব চৌধুরী, ইট ভাটা মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, ফুলকলির ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দীপক কুমার দেব, আব্দুর রকিব প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোস্তফা কামাল।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, ব্যবসা বাণিজ্যসহ সকল ক্ষেত্রে মান বজায় রাখতে হবে। টেকসই ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত ও ভেজালমুক্ত ভোগ্যপণ্য ভোক্তার নিকট পৌঁছাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।