ভারতের দিল্লিতে জকিগঞ্জের যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৩:৫৮:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ভারতে রুমানিয়ান এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন নাহিদুল ইসলাম মারুফ (২০) নামে সিলেটের এক যুবক। গতকাল শনিবার ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে।
মারুফের বাবা ও বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক জানান, প্রায় ১৬ দিন আগে রুমানিয়ার ভিসার জন্য ভারতে যান। শুক্রবার রুমানিয়ান এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। শনিবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
আব্দুল হক আরো বলেন, নভেম্বরে রুমানিয়ার ভিসা নিয়ে দেশে আসার কথা ছিল তার। কিন্তু তার আগেই ‘পুত্রহারা হলাম’ বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি জানান, বর্তমানে মারুফের লাশ দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশে একটি হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর লাশ দেশে আনা হবে।