দক্ষিণ সুরমার সিলামে ডাকাতি সন্দেহভাজন আরো দুই ডাকাত গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৪:০০:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুরমার সিলামে ডাকাতির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে শাকিল ও রাসেল নামের দুই সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-গোলাপগঞ্জ উপজেলার মইন উদ্দিনের ছেলে বাটন ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল (২৯) ও জকিগঞ্জ উপজেলার জামাল আহমদের ছেলে রাসেল আহমদ (৩০)।
এসএমপির মোগলাবাজার থানা অফিসার ইনচার্জ এসএম মাইন উদ্দিন জানান, বাটন ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী শাকিলকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে খুঁজছিল মোগলাবাজার থানা পুলিশ। শাকিলকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তিতে রাসেলকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ডাকাতির ঘটনায় বাদীর মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে শাকিল চালিয়ে নিয়ে গেছে এমন তথ্য পুলিশের কাছে থাকার প্রেক্ষিতে শাকিলকে খুঁজতে থাকে পুলিশ। পরে এসএমপির জালালাবাদ থানার বাদাঘাটে মোটরসাইকেলটি বিক্রি করেছে তথ্য পাওয়া যায়। মোটরসাইকেলটি উদ্ধারের জন্য তার ক্রেতাকে সনাক্ত করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ডাকাত সদস্যদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা রুজু করা হয়েছে।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর ভোররাত ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম টিকরপাড়া গ্রামের ইসতেখার গণি তাজেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। বসতঘরের প্রধান ফটকের তালা ও ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ১০/১২ জন ডাকাত ঘরে ঢুকে। পরিবারের সবাইকে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৮১ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় বাটন ডাকাত ও লুৎফুরকে আটক করা হয়। এরপর শুক্রবার রাতে তাদের দুই সহযোগী শাকিল ও রাসেলকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতির ঘটনায় এ নিয়ে ৪জনকে গ্রেফতার করা হলো।