কাজিরবাজারের ছড়া থেকে শিশুর লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৪:০১:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর কাজিরবাজার এলাকার একটি ছড়া থেকে ফারহান আহমেদ (০৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়া থেকে লাশটি উদ্ধার করে কতোয়ালি মডেল থানা পুলিশ। ফারহান কাজিরবাজার এলাকার আফসার মিয়া কলোনিতে বসবাস করত। তার বাবার নাম আনোয়ার মিয়া।
সিলেট কতোয়ালি মডেল থানার পরিদর্শক সুমন কুমার চৌধুরী বলেন, গতকাল শনিবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় ফারহান। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়ায় ফারহানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। শিশুটিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।