ক্রিকেট বিশ্বকাপ-২০২৩
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শীর্ষে ভারত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৪:০৫:৫৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সবচেয়ে কাঙ্খিত ও হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ধারণা করা হয়েছিল এই ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই ও উত্তেজনা থাকবে। কিন্তু মাঠের লড়াইটা হলো সম্পূর্ণ বিপরীত। বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একপেশে লড়াইয়ে পাকিস্তানকে ¯্রফে উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানকে ১৯১ রানেই আটকে দেয় ভারত। ভারত সে লক্ষ্য পেরিয়ে যায় ৭ উইকেট ও ১৯.৩ ওভার হাতে রেখেই। বিশ্বকাপে এর আগের ৭বার মুখোমুখি হয়ে ৭ ম্যাচেই জিতেছিল ভারত। অষ্টমবারও একই পরিণতি হলো। টানা তিন ম্যাচ জিতলো ভারত। অন্যদিকে টানা দুটি জয়ের পর বড় ধাক্কা খেল পাকিস্তান। গতকাল শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে স্কোর বোর্ডে ৪১ রান জমা করে সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। তিনি ফেরেন ২৪ বলে মাত্র ২০ রানে। এরপর ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হক। তিনি আউট হন ৩৮ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে। দুই ওপেনারের উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান।
তৃতীয় উইকেটে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৮৩ রানের জুটি গড়েন। ২৯.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৫ রান। কিন্তু এরপর বালির বাধেঁর মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৬ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারে ১৯১ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের ১১১তম ম্যাচে ২৯তম ফিফটির পর আউট হন। তিনি ৫৮ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন। মোহাম্মদ রিজওয়ান ৬৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন। টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় ওভারে দলীয় ২৩ রানে ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। দলীয় ৭৯ রানে বিরাট কোহলির (১৬) পতনের পর স্রেয়াশ আইয়ারের সঙ্গে ৭১ বলে ৭৭ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬৩ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৮৬ রান করে ফেরেন। এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৫৩ বলে ৩৬ রানের অনবদ্য জুটি গড়ে ১১৭ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্রেয়াশ আইয়ার। দলের জয়ে ৫৩ ও ১৯ রানে অপরাজিত থাকেন স্রেয়াশ আইয়ার ও লোকেশ রাহুল।