রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন
স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার্থী প্রয়োজন ——হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৫:৪৯:৫২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অতীতে শিক্ষাখাতে তেমন সুযোগ-সুবিধা ছিলো না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার জন্য ভবন নির্মাণ, ডিজিটাল ল্যাব, কম্পিউটার ল্যাব, আইসিটি ভবন নির্মাণ, শিক্ষক স্বল্পতা দূরীকরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি সহ নানা সুবিধা দেয়ায় শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে যাচ্ছে।
তিনি গতকাল রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে ৩ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসবাহ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক হোসনে আরা জেমি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমদ, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, উপজেলা উপ-প্রকৌশলী জুনেদ আহমদ, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈনুল ইসলাম, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল হাই খছরু, দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুল হক, রসময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, রেবতী রমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত, রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য জুলহু মিয়া, রিনা বেগম, জামাল মিয়া, দুলাল আহমদ দুলু, আব্দুল মতিন মেম্বার, মিলাদ আহমদ, অদির চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য সেলিম আহমদ, আতিকুর রহমান শিপন, ইউনিয়ন সদস্য রুহুল ইসলাম তালুকদার, আইয়ুব হোসেন, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ, আব্দুল জব্বার, হারুনুর রশিদ হিরন, যুবলীগ নেতা সাইদুর রহমান, আলী আহমদ রাজু, আবুল মিয়া, কুতুব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাইদ আহমদ চৌধুরী, শিক্ষার্থী তনুশ্রী দে প্রমুখ।