ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের চমক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৬:৫৪:৫২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৩তম দিনে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে আফগানিস্থান। এবারের বিশ্বকাপে প্রথম বড় কোন চমক বা অঘটনের জন্ম দিল তারা। আফগান শিকার আর কেউ নয়, বরং খোদ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতকাল রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৬৯ রানে হারায় আফগানিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৮৪ রানের সংগ্রহ করে তারা। জবাবে রশিদ-মুজিবদের স্পিন জালে আটকা পড়ে ২১৫ রানেই গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। আফগানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শুরুটা করেন ফজল হক ফারুকী। ফেরান জনি বেয়ারস্টোকে। এই পেসারের বলে এলবিডাব্লিউ হয়েছেন ইংলিশ ওপেনার। এরপর মালানের সঙ্গে রুটের ৩০ রানের জুটি। দুর্দান্ত এক ডেলিভারিতে রুটকে বোল্ড করে এই জুটি ভাঙেন মুজিব-উর-রহমান। ১১ রানে ফেরেন রুট। তৃতীয় উইকেটে মালানের সঙ্গে ইনিংস গড়ার কাজে মনোযোগ দেন হ্যারি ব্রুক। তবে দুজনের হুমকি হয়ে ওঠা জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ফেরান মালানকে। ভরসা হতে পারেননি অধিনায়ক বাটলারও। ব্যক্তিগত ৯ ও দলীয় ৯১ রানে নাভিন-উল-হকের বলে বোল্ড হয়েছেন তিনি। অধিনায়ককে অনুসরণ করেছেন লিভিংস্টোন। ব্যক্তিগত ১০ রানে রশিদ খানের বলে এলবিডাব্লিউ হয়েছেন তিনি। এই আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত ধরে রেখেছিলেন ব্রুক। মুজিব এর বলে ব্রুক ৬৬ রানে আউটের পর ইংল্যান্ড স্কোরবোর্ডে আর যোগ করতে পেরেছে ৪৬ রান। এরআগে টস হেরে ব্যাটিং এর শুরুতেই আফগান-রূপকথার বার্তা দিতে শুরু করেন আফগানরা। ইংলিশদের হতাশায় ডোবানো ইব্রাহিম জাদরান আর রহমানউল্লাহ গুরবাজের ওপেনিং জুটি থেকে আফগানরা পায় ১১৪ রান। ইব্রাহিম ২৮ রানে আউট হওয়ার পর ছোটখাটো একটা ঝড় যায় আফগান ইনিংসে। ৮ রানের ব্যবধানে আউট হন রহমত শাহ ও গুরবাজ। গুরবাজের ৫৭ বলে ৮০ রান আফগানদের ইনিংসের তো বটেই এই ম্যাচের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। একপর্যায়ে ১৯০ রানে ৬ উইকেট হারায় আফগানিস্তান। এখান থেকে তারা ২৮০ ছাড়িয়ে গেছে রশিদ খানের ২৩, ইকরামের ৫৮ ও মুজিবের ২৮ রানের ইনিংসে। এই স্কোরগুলোই শেষ পর্যন্ত আফগানদের জয়ের পথ তৈরি করে দিয়েছে।