প্রাথমিকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিল্পী দাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৬:৫৬:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী দাস সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাটাগরিতে সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন তিনি। গতকাল রোববার প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়। বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার পূর্বে তিনি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন তিনি। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান শিক্ষক শিল্পী দাস ১৯৯৯ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতায় যোগদান করেন। তাঁর স্বামী শ্যামা প্রসাদ দাস জাউয়াবাজার ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তাদের একমাত্র পুত্র শাশ্বত দাস বর্ডার গার্ড স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।