গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শমসের মবিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ২:০২:০৯ অপরাহ্ন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ও স্থানীয় বিএনপি সম্পর্কে ‘মিথ্যাচারে’র প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শমসের মবিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পৃথক পৃথক প্রতিবাদ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এসময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
সম্প্রতি ৭১ টিভিতে এডিটর গিল্ডস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তৃণমূল বিএনপি’র সভাপতি সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী স্থানীয় বিএনপি এবং ফয়সল আহমদ চৌধুরী সম্পর্কে নানা মন্তব্য করেন। তাঁর এরূপ বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে বলেন, শমসের মবিন চৌধুরী বিএনপির দলছুট নেতা। দেশের মানুষ যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করছে, ঠিক তখন আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করতে শমসের মবিন ক্রীড়নকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি ’৭১ টিভিতে বিএনপি ও তার প্রার্থী সম্পর্কে চরম মিথ্যাচার করেন।
গোলাপগঞ্জ থানা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান ফয়সল ও গোলাম কিবরিয়া, বিএনপি নেতা জলিল মেম্বার, শাহজাহান আহমদ, তানজিম আহমদ, কামাল আহমদ প্রমুখ।
অপরদিকে বিকেলে বিয়ানীবাজারে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, আব্দুল মান্নান চেয়ারম্যান, মোঃ মানিক মিয়া, আলি আহমদ মেম্বার, পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, ফয়েজ আহমদ, সায়েক আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, হোসেন আহমদ মেম্বার, ইরাদ চৌধুরী, আব্দুর রাজ্জাক প্রমুখ।-বিজ্ঞপ্তি