নবীগঞ্জে হামলায় সাংবাদিকসহ আহত ৭
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৪:৪৯:৫৭ অপরাহ্ন
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জের আউশকান্দি কিবরিয়া চত্বরে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম. মুজিবুর রহমানসহ ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ হামলার ঘটনা ঘটে।
এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই গৌতমসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছিলেন। এ সময় পুলিশের সামনে ২য় দফা হামলা চালানোর অভিযোগও করা হয়েছে।
সাংবাদিক মুজিবুর রহমান (৪৬) ছাড়া আহত অন্যরা হলেন- পিকআপ চালক তজমুল আলী (৪০), শ্রমিক নেতা এহিয়া আহমেদ (৩৮), সোপান মিয়া (৩২), মুক্তার মিয়া (৩৫), সেলিম মিয়া (২৭) ও ওলি মিয়া (৩৫)।
আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিক মুজিবুর রহমান। এসময় তার উপর অতর্কিত হামলা চালায় একাধিক মামলার আসামী দেওতৈল গ্রামের মৃত আবাস মিয়ার পুত্র আবুল খয়ের (৪০) ও তার সহযোগী আরো ৭/ ৮ জন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বেলা ১২টায় পুলিশের সামনে ২য় দফা হামলা চালিয়ে আরো কয়েকজনকে আহত করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক মুজিবুর রহমান জানান, তার ভাতিজী সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেই চিকিৎসার খরচসহ নগদ টাকা নিয়ে সিলেট যাবার পথে তার উপর এ হামলা চালানো হলো। এতে সন্ত্রাসীরা নগদ টাকা, মোবাইল ও ক্যামেরাসহ ব্যাগ লুট করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।