সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার চার উপজেলার একটিতেও নেই পৌরসভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৫:১২:৫০ অপরাহ্ন
আনাস হাবিব কলিন্স
ভাটির জনপদ সুনামগঞ্জ জেলায় নির্বাচনী এলাকা রয়েছে পাঁচটি। এর মধ্যে চারটি নির্বাচনী এলাকায় পৌরসভা থাকলেও নেই শুধুমাত্র সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায়। বঞ্চিত ওই নির্বাচনী এলাকার মধ্যে রয়েছে জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও নবগঠিত মধ্যনগর উপজেলা। চার উপজেলার একটিতেও পৌরসভা না থাকায় পরিকল্পিত ও আধুনিক সুযোগ সুবিধা না পেয়ে ওই অঞ্চলের লোকজন হতাশ ও ক্ষুব্ধ।
এদিকে, ২০০১ সালে জামালগঞ্জ পৌরসভা ঘোষণা হলে সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের নির্দেশে সেটিও মুখ থুবড়ে পড়ে। স্থানীয় লোকজন অগ্রসর এ উপজেলাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্টরা বিষয়টিকে আমলে না নেয়ায় বিরাজ করছে অসন্তোষ।
সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার বঞ্চিত লোকজন জানান, অন্তত তিনটি উপজেলা সদরে পৌরসভা গঠনে সব ধরনের বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বিষয়টি সরকারের কাছে গুরুত্ব পায়নি। আওয়ামী লীগ থেকে পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন পৌরসভা স্থাপনের বিষয়ে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় লোকজন হতাশা ব্যক্ত করেন। আগামী সংসদ নির্বাচনে এটি একটি ‘ইস্যু’ হিসেবে দেখা দেবে বলেও মন্তব্য করেন তারা।
সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার সমন্বয়ে গঠিত পাঁচটি নির্বাচনী এলাকার মধ্যে সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার সুনামগঞ্জ জেলা সদরের পৌরসভা ‘ক’ শ্রেণির এবং প্রাচীন। এর প্রতিষ্ঠা ১৯১৯ সালে। সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকার ছাতক শিল্প শহরে পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে। যেটি ইতোমধ্যে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়েছে। সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। বর্তমানে ‘খ’ শ্রেণির পৌরসভা এটি। সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকার দিরাইয়ে পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে ১৯৯৯ সালে। সেটিও ‘খ’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে।
তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি বলেন, অবকাঠামোসহ সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও আমরা পৌর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। তাহিরপুরের পরিকল্পিত উন্নয়নের জন্য পৌরসভা বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
পৌরসভা বাস্তবায়ন প্রসঙ্গে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু জানান, ধর্মপাশায় পৌরসভা এখন সময়ের দাবি। পৌরসভা গঠন না হওয়ায় ধর্মপাশাবাসী নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজার সংক্রান্ত জটিলতা নিরসন হলে পৌরসভা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান চেয়ারম্যান জুবায়ের পাশা।
জামালগঞ্জ উপজেলার নয়াহালটের বাসিন্দা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সাইফুল ইসলাম বলেন, পৌরসভা প্রতিষ্ঠা না হওয়ায় পরিকল্পিত জামালগঞ্জ গড়ে উঠছে না। ফলে, লোকজন পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশনসহ নানা সমস্যায় ভুগছেন। জামালগঞ্জকে পৌরসভায় উন্নীত করা প্রাণের দাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নবগঠিত মধ্যনগর উপজেলার বাসিন্দা শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য পৌরসভার প্রয়োজন রয়েছে। তবে, তার আগে নতুন প্রতিষ্ঠিত মধ্যনগর উপজেলা প্রশাসনকে সক্রিয় করার দাবি জানান তিনি।
সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম বলেন, নাগরিকবান্ধব নগর প্রতিষ্ঠায় পৌরসভা স্থাপনের দাবি যুগোপযোগী। এ লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের আমলেই সুনামগঞ্জ জেলার সবকটি পৌরসভা স্থাপিত হয়েছে। তিনি আরো জানান, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০১ সালে জামালগঞ্জ পৌরসভা ঘোষিত হলে উচ্চ আদালতের নির্দেশে সেটি স্থগিত হয়ে যায়। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পৌরসভা প্রতিষ্ঠার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সুনাগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, নানা জটিলতায় চারটি উপজেলার একটিকেও পৌরসভায় রূপান্তরিত করা সম্ভব হয়নি। আগামীতে ক্ষমতায় এলে তার নির্বাচনী এলাকার সবকটি উপজেলায় পৌরসভা স্থাপন করা হবে বলে জানান তিনি। নির্বাচনী বৈতরণী পার হতে এই ইস্যুটি কোন প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি। যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে তার নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন।
জানা গেছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী কোনো একটি অঞ্চলে পৌরসভা গঠনের জন্য চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এর মধ্যে রয়েছে তিন-চতুর্থাংশ লোক অকৃষিজ পেশায় নিয়োজিত থাকা, শতকরা ৩৩ ভাগ ভূমি অকৃষিজ হওয়া, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে গড়ে ২ হাজারের বেশি হওয়া এবং ওই এলাকার মোট জনসংখ্যা ৫০ হাজার বা এর বেশি হওয়া। বর্তমানে দেশে ৩৩০টি পৌরসভা রয়েছে। দেশের সর্বশেষ স্বীকৃত পৌরসভা হচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌরসভা।