বিশ্বম্ভরপুরে উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৫:২৩:১৬ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বিশ্বম্ভরপুর উপজেলায় উপজেলা পরিষদ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা সদরের নতুন পাড়া থেকে বিশ্বম্ভরপুর সরকারি দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ সংযোগ রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
পরে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা মাসিক সাধারণ সভায় যোগদান করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
সভায় প্রধান অতিথি বলেন, এ উপজেলায় অনেক নতুন রাস্তাঘাট নির্মাণ করেছি, আগামীতেও করে যাব। আমি আপনাদের জন্য একটি মিনি স্টেডিয়াম এনে দিয়েছি, সেটার কাজ চলমান। আপনাদের হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজও চলমান আর গ্রামীণ রাস্তাগুলো অচিরেই মেরামত করা হবে।
তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দের সাথে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মফিজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রোমান আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, ভাইস চেয়ারম্যান মহিলা মাহফুজা আক্তার রিনা, উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন মাষ্টার, ইউপি চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া, মিলন মিয়া, নুরুল আলম তপন, সোহেল আহমদ ও ফারুক আহমেদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, সাবেক চেয়ারম্যান এরশাদ আহমেদ।