দিরাইয়ে হাওর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৫:৩১:৪২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা ঃ দিরাই উপজেলার ৩নং রাজানগর ইউনিয়নের অন্তর্গত জাহানপুর গ্রামের উত্তর পাশে কালিয়াগুটা হাওরে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। দিরাই থানা পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়রা এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে দিরাই থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পানিতে কয়েকদিন থাকার কারণে লাশটি পচে ফুলে গেছে।