এমপিওভুক্ত হলো সিলেটের আরো চার শিক্ষাপ্রতিষ্ঠান, সারাদেশে ৯১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৫:৪০:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট বিভাগে আরও ৪টিসহ দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করেছে সরকার। এর মধ্যে সিলেট জেলাধীন গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবস্থিত হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলায় ঈশাখপুর-শ্রীরামপুর জুনিয়র স্কুল, দোয়ারাবাজার উপজেলায় মুহিবুর রহমান মানিক জুনিয়র গার্লস স্কুল ও শাল্লা উপজেলার মনুয়া এলাকায় অবস্থিত কালাই মিয়া চৌধুরী জুনিয়র স্কুল রয়েছে।
গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্তির আলাদা পাঁচটি আদেশ জারি করে।
এসব আদেশে উল্লেখ করা হয়, ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার একটি অংশ সরকার দিতে সম্মত হয়েছে।
এমপিওভুক্তির শর্তে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও শ্ঙ্খৃলা সংক্রান্ত বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন বিধিবিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে।
নিবন্ধন প্রথা চালুর আগে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা সুযোগ পাবেন। কিন্তু পরবর্তীকালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য নিবন্ধন সনদ প্রযোজ্য হবে।
যেসব শিক্ষক প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে তার মধ্যে কোনো প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা রজায় রাখতে ব্যর্থ হলে সেসব প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীকালে কাম্য যোগ্যতা অর্জন সাপেক্ষে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
যেসব তথ্যের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তথ্যের সঠিকতা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে এমপিওভুক্তির আদেশ কার্যকর হবে।
এমপিওভুক্তির আদেশ জারির তারিখ থেকে এমপিওভুক্তি কার্যকর হবে।
জানা যায়, এসব প্রতিষ্ঠান এমপিও নীতিমালার শর্ত পূরণ না করলেও সরকারের মন্ত্রী-এমপিদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে সোমবার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত-সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এ সংক্রান্ত নথিতে প্রধানমন্ত্রী সই করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে জিও জারি করার চেষ্টা করছি।’