ছোটমনি নিবাসে শেখ রাসেলের জন্মদিন পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৫:২০:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার বাগবাড়িস্থ ছোটমনি নিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর আদর্শ, তাঁর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে ১১ বছরের শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করেছিলো। কিন্তু তারা সফল হয়নি। মানবিক চেতনাসম্পন্ন সকল মানুষ আজ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকা-ের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছোটমনি নিবাসের শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন। এসময় ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক লাকী পুরকায়স্থসহ বাগবাড়িস্থ সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।