ঘাতকের বুলেট শেখ রাসেলের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি …হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৫:৪৩:৩২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ রাসেল দিবস পালনের মাধ্যমে আমরা একদিকে বঙ্গবন্ধুর পরিবারের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা স্বীকারের সুযোগ পেয়েছি, অন্যদিকে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, ৪র্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল বেঁচে থাকলে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন, কিন্তু ঘাতকের বুলেট শেখ রাসেলের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি। তারপরও বলতে পারি ঘাতকেরা তার স্বপ্নকে হারাতে পারেনি।
গতকাল বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চন্ডিপুলস্থ এমপির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের অনুজ শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম আহমদ, আব্দুল আহাদ ইসলাম, নজরুল ইসলাম, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাষ্টার, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম, আব্দুল বাছিত ছোবা, ছালিক মিয়া, শামীম কবির, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, জেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি নিজাম আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শহীদদের রূহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ-সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমপি হাবিবুর রহমান হাবিব। বিজ্ঞপ্তি