কাদেরের শেষ বার্তা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধান থাকবেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ১১:২৮:০৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলের পকেট গরম, মালপানি ভালো সরবরাহ হয়। পকেট গরম ওনার কথাও গরম।
গতকাল বুধবার গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন কাদের।
দুপুর তিনটা থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
কাদের বলেন, ‘মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করেন, আমাদের ধমক দেন, ভয় দেখান। পাঁচ তারকা হোটেলের নাশতা খেয়ে অনশন করেন। আড়াই ঘণ্টা আন্দোলন করে বিদেশি জুস খেয়ে অনশন ভঙ্গ করেছেন। আমিও বার্তা দিয়ে দিচ্ছি, শেষ বার্তা- আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধান থাকবেন।’
শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বিএনপির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পর জনগণের ভোটে তিনি আবারও প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা কোন দোষে পদত্যাগ করবেন? তিনি হলেন ম্যাজিক লিডার।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কাদের বলেন, তত্ত্বাবধায়ক আজিমপুরে চিরনিদ্রায় শুয়ে আছে। ওইটা আর ফিরে আসবে না।
বিএনপির আন্দোলনের জবাব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘অবরোধ করলে পাল্টা অবরোধ। দাঁড়াতে দেব না। যারা অবরোধ দেওয়ার কথা বলছে, তারাই নির্বাচনে বাধা দেবে। তাদের বিরুদ্ধে বন্ধুরা কী ব্যবস্থা নেবে দেখব।’
কাদের আরও বলেন, নৌকা ছাড়া গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র, উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনা থাকলে গণতন্ত্র আসবে, শান্তি আসবে।