নিউজিল্যান্ডের কাছে বিশাল হার আফগানিস্তানের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ১১:২৯:১৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ঃ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে তাক লাকিয়ে দিয়েছিল আফগানিস্তান। তবে এই সাফল্যযাত্রা বড় হলো না তাদের। নিউজিল্যান্ডের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিংধসে গুটিয়ে যায় ১৩৯ রানে। ফলে ১৪৯ রানের বড় হারের স্বাদ পেতে হলো হাশমতউল্লাহ শহিদির দলকে। গতকাল বুধবার চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে আগুনই ঝরিয়েছেন কিউই পেসাররা। লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্টদের দাপুটে বোলিং দাঁড়াতেই দেয়নি আফগানদের। আফগানদের সামনে টার্গেট ছিল ২৮৯ রান। বোলিং পিচে রান তোলা বেশ কষ্টের। তাই হয়েছে। পাওয়ারপ্লের প্রথম দশ ওভারে রান উঠেছে ওভার প্রতি তিন করে। তবে সাবধানী শুরু করেও রক্ষা হয়নি তাদের। ব্যাটিং অর্ডারের দুই ভরসা রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুজনেই ফিরে গিয়েছেন পাওয়ারপ্লের আগে। হেনরির শিকার গুরবাজ আর জাদরানকে ফিরিয়েছেন বোল্ট। ৯৭ রানে ৪ আর ১০৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানরা। সেখান থেকে আর লড়াইয়ে ফিরতে পারেনি। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় হাসমতউল্লাহর দল। আফগানিস্তানকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। টানা চার ম্যাচ জিতেছে তারা। এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান। তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়েছিল কিউইরা।