চাপে রেখেই আজ ইন্ডিয়াকে হারাতে হবে টাইগারদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩৩:১১ অপরাহ্ন
বদরুদ্দোজা বদর
বাংলাদেশ- ইন্ডিয়া ম্যাচকে ওয়ার্ল্ড কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবেই বিবেচিত হচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের কাছে। আফগানিস্তানের কাছে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হেরে যাওয়া, সাউথ আফ্রিকা নেদারল্যান্ডের কাছে আপসেট হওয়া- এই দুই ম্যাচের ফলাফলকে বাংলাদেশ- ইন্ডিয়া ম্যাচের সাথে এক করে দেখা যাবে না কোনভাবেই।
১৯৯৮ সালের পর বাংলাদেশ এই প্রথম ইন্ডিয়ার সাথে ওয়ানডে ম্যাচ খেলবে ইন্ডিয়ার মাটিতে। গত ১২ মাসে ৩-১ ম্যাচের রেকর্ড বাংলাদেশের । সদ্য সমাপ্ত এশিয়া কাপের সুপার ফোরে ইন্ডিয়া হেরেছে বাংলাদেশের কাছে। সুতরাং পুনেতে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচে ইন্ডিয়া চাপের মাঝেই বাংলাদেশের সাথে খেলতে নামবে। ফুরফুরে মেজাজেই আজ বাংলাদেশও মাঠে নামবে। ওপেনিং দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে শান্ত, সাকিব, মুশফিক, মাহমুদ উল্লাহ, মিরাজ ও হৃদদু বাংলাদেশকে একটি বড় স্কোর গড়ে দিতে পারেন। তবে, তাদের জন্য সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারেন কুলদিপ যাদব। এছাড়া মুহাম্মদ সিরাজ ও বুমরাহ এই দুই পেস বোলারকেও শক্ত হাতে মোকাবেলা করতে হবে।
এবারের ওয়ার্ল্ডকাপে অগ্নিঝরা ব্যাটিং প্রদর্শন করছেন রোহিত, গিল, কোহলিরা। সঠিক লাইন ও লেনে মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন বোলিং করতে পারলে সহজেই আউট হবেন এসব নামীদামী ব্যাটস্ম্যান।
২০০৭ ওয়ার্ল্ডকাপে ত্রিনিদাদে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে ছিল। সাকিব- মুশফিক সেই টিমে ছিলেন। আজ পুনেতে আবার ফিরে আসুক সেই দিন। অল দ্যা বেস্ট টাইগারস।