বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা … জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৪:২৫:১৩ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, দেশ স্বাধীন করতে নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে মধ্যম আয়ের এবং উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে।
প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব আর প্রশাসনিক রাজনৈতিক প্রজ্ঞায় দেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল এন্ড কলেজে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা, স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ, স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য লায়েক আহমদ জিকু।
সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী আলিম উদ্দিন।
অনুষ্ঠানে লালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাসহ স্কুল গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি