দৈনিক সিলেটের ডাক পরিবারে ‘আলোকপটে বঙ্গবন্ধু’ এ্যালবাম প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৪:২৯:৪১ অপরাহ্ন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার সংগৃহীত ছবি নিয়ে ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘আলোকপটে বঙ্গবন্ধু’ এ্যালবাম প্রকাশিত হয়েছে। গত ১৭ অক্টোবর রাতে দৈনিক সিলেটের ডাক অফিসের বার্তা কক্ষে সেই এ্যালবামের সৌজন্য সংখ্যা ডাক পরিবারে হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, মা ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র স্টাফ রিপোর্টার আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স, এনামুল হক রেনু, নূর আহমদ ও সুনীল সিংহ, স্টাফ রিপোর্টার সি এম ইউনুছ, ফটো সাংবাদিক আব্দুল খালিক প্রমুখ। বিজ্ঞপ্তি