ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৫:০৫:০৫ অপরাহ্ন

ডাক ডেস্ক ঃ ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের হাসপাতালে আজ মায়ের কোলে শিশুরাও নিরাপদ নয়। এই ভয়াবহ পরিস্থিতিতেও বিশ্ববিবেক আজ নীরব ভূমিকা পালন করছে। পশ্চিমা বিশ্ব সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে। যে সমস্ত মানবাধিকার সংগঠন বিভিন্ন দেশে মানবতার ফেরি করে বেড়ায় তারাও আজ নীরব। হামাস তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও অধিকার আদায়ে যে সংগ্রাম করছে সেটা কখনো সন্ত্রাসবাদ হতে পারে না; বরং তারা প্রকৃত সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।
সিকৃবিতে মানববন্ধন ঃ ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে এবং আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ উদ্দিন মাহফুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু জাফর বেপারী, অফিসার্স পরিষদের সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দিন আহমেদ, সিকৃবি ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমাদুল হোসেন। এছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও সিকৃবি ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাবি শিক্ষার্থীবৃন্দ ঃ শাবি প্রতিনিধি জানান, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে সন্ত্রাসী আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ফিলিস্তিন থেকে দখলদার ইহুদিদের সরাতে ফিলিস্তিনকে সার্বিক সহযোগিতা করতে মুসলিম বিশ্বের শাসকদের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাকরীমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী হোসাইন আহমেদ এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন বিভাগের শিক্ষার্থী হোসাইন সিফাত।
এ সময় বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের জনগণের উপর দখলদার সন্ত্রাসী ইসরায়েল নির্মমভাবে হামলা চালিয়েছে। এ হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। আমাদের শিশুরা, আমাদের মায়েরা ও আমাদের ভাইয়েরা প্রাণ হারাচ্ছেন। আজকের এই মানববন্ধন থেকে আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। এদিকে, মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।
খেলাঘরে’র মানববন্ধন ঃ ‘মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্ব চাই’ স্লোগানকে ধারণ করে ফিলিস্তিনে বর্বর হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ এবং শিশু-কিশোর বৃদ্ধ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা অবিলম্বে ত্রাণসামগ্রী পৌছানোর ব্যবস্থা করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সহ- সভাপতি কবি সিরাজ উদ্দিন শিরুল, উদীচী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিঠু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মনিষা ওয়াহিদ, সোপান শিশু সংস্কৃতি বিদ্যালয়ের অর্থ সম্পাদক শ্যামল চন্দ্র দে, অনন্দ খেলাঘর আসরের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ, পুষ্পহাসি খেলাঘর আসরের সহ- সভাপতি অভিনন্দন ধর চৌধুরী রাতুল, মুক্তমন খেলাঘর আসরের সম্পাদক গোলাম আফিফ চৌধুরী ইয়াফি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাউল শীতন বাবু, দুলাল আহমদ, তাহের, ওয়াফি, ওয়ামি, জাহরা, ফারিহা, শতুদী প্রমুখ।
রিয়াযুল জান্নাহ মাদ্রাসার সমাবেশ ঃ ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর রিয়াযুল জান্নাহ মাদ্রাসা সিলেটের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কামরান চত্বরে এসে সমাবেশ করে।
বন্দরবাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, বিশেষ অতিথি ছিলেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হুরায়রা, হকার্স মার্কেটের সভাপতি আলহাজ্ব শেখ মো. কবির আহমদ, মুফতি নোমান কাসিমী, মাওলানা হাফিজ জাকারিয়া, মাওলানা নুরুল ইসলাম হবিগঞ্জী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা দবির আহমদ, মাওলানা হোসেন আহমদ, মো. আব্দুল্লাহ আল আমিন, শরিফ আহমদ, রাসেল আহমদ, মানিকুল ইসলাম মানিক প্রমুখ।