জকিগঞ্জের যুবক মারুফের লাশ ভারত থেকে দেশে এসেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৫:১০:১৩ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ভারতে অবস্থিত রুমানিয়ার দূতাবাসে পাসপোর্ট জমা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া জকিগঞ্জের যুবক নাহিদুল ইসলাম মারুফের লাশ দেশে এসেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৃত্যুর ৬ দিন পর কফিনবন্দি হয়ে লাশ দেশে এসে পৌঁছায়। বিমানবন্দরে মারুফের লাশ গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা। পরে লাশ নিয়ে সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন স্বজনরা।
গতকাল সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে মারুফ (২০) এর লাশ তার বাড়িতে এসে পৌঁছলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাত সাড়ে ৮টায় বীরশ্রী রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর ভারতের রুমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দেন মারুফ। পরদিন ভোর রাতে দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।