কোহলির সেঞ্চুরিতে ভারতের দাপুটে জয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৫:১৩:২৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ঃ বিরাট কোহলির সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় পেল ভারত। গতকাল বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় ভারত। খেলায় ১০৩ রানে অপরাজিত থেকে ৪৮তম সেঞ্চুরি হাকেন কোহলি। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের এটা টানা তৃতীয় ম্যাচ হার। অন্য দিকে টানা চতুর্থ জয় পেল ভারত।
পুনের উইকেট বিবেচনায় ২৫৭ রানের লক্ষ্য খুব বড় নয়। সেটা আরও মামুলি হয়ে যায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে। উদ্বোধনী জুটিতে ১৩ ওভার ৪ বলে দুই জন যোগ করেন ৮৮ রান। রোহিত ৪৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। ৪০ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছয় মারেন ভারত অধিনায়ক।
রোহিত না পারলেও অর্ধশতক তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের বলে আউট হন ৫৫ রান করে। দুই ওপেনার আউট হলেও বেগ পেতে হয়নি ভারতকে। শ্রেয়ার আইয়ারের সঙ্গে ৪৬ ও লোকেশ রাহুলের সঙ্গে অবিচ্ছেদ্য ৭৮ রানের জুটিতে ভারতকে ৭ উইকেটে জেতান কোহলি, নিজেও করেন সেঞ্চুরি। ওয়ানডেতে এটি তার ৪৮তম শতক। ৯৭ বলে ১০৩ রানের ইনিংসে ৬টি চার ও ৪টি ছয় মারেন কোহলি। রাহুল অপরাজিত থাকেন ৩৪ রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাস ও তানজিদ হাসানের উদ্বোধনি জুটিতে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লের ১০ ওভারে তোলে ৬৩ রান। দারুণ ব্যাটিংয়ে ৪১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করেন তানজিদ। এরপর কুলদীপ যাদবকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫১ রান করে। ৪৩ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছয় মারেন এই বাঁহাতি। এরপর শুরু হয় ছন্দপতন। লিটন অর্ধশতক করলেও আউট হন ৬৬ রানে। দুই ওপেনারের মাঝে নাজমুল আউট হন ৮ রান করে। চারে নামা মেহেদী হাসান মিরাজ করেন ৩ রান। তাওহিদ হৃদয় ৩৫ বলে করেন ১৬ রান। ১৭৯ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ২২ রানে ছোট্ট এক জুটি গড়ে ফেরেন মুশফিক। ৩৮ রানে থামেন তিনি। তার আগে অবশ্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ৪৬ রান করেন মাহমুদউল্লাহ। শেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৪৬ রান। ভালো শুরুর পরও ব্যটিং ব্যর্থতায় ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৫৬ রানে থামে বাংলাদেশ।