ছাতকে রাস্তার উদ্বোধনে এমপি মানিক
সরকার দেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ৫:৪৩:৫৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনার সরকারই বাংলাদেশকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে তুলে ধরতে পেরেছে। দেশের উন্নয়ন-অগ্রগতিতে বিশ্বাসী শেখ হাসিনার আন্তরিকতার কারণে আজ আমরাও প্রত্যন্ত এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজারসহ নোয়ারাই ইউনিয়নে অনেক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। আগামীতে এসব এলাকায় আরো উন্নয়ন হবে।’ গতকাল শুক্রবার বিকেলে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের রাস্তা উদ্বোধন, চরভাড়া মাদরাসা বাজারের উদ্বোধন শেষে চরভাড়া মাদ্রাসা মাঠে তাঁকে দেয়া এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক তালুকদার রাজু এবং যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, ছমরু মিয়া তালুকদার প্রমুখ। সংবর্ধনা সভায় মাওলানা সিদ্দিক আহমেদ খান, মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ আহমদ, হাফিজ আব্দুল কাইয়ুম,মাস্টার আওলাদ আলী, ছালিক মিয়া তালুকদার, মাওলানা এখলাছুর রহমান, সাবেক মেম্বার আকলুছ মিয়া, আব্দুন নুর মেম্বার, ফারুক আহমদ মেম্বার, সাহিদ মিয়া তালুকদার, সিরাজুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।