চুনারুঘাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ১:২১:৫৯ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বিকালে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ।
মিরাশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়ার সভাপতিত্বে ও মিরাশী ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক তানিম আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নবীউর রহমান অপূর্ব। এতে উপজেলা ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।