লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ১:২৪:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণা করা হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে-স্কেল- ২০২৩ গত ১০ অক্টোবর ঘোষণা করেন এবং সবাইকে
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক সাথে কাজ করার আহ্বান জানান।
নতুন এ পে-স্কেল ঘোষণায় খুশি হয়ে লিডিং ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ দানবীর ড. রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
নতুন পে-স্কেল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী প্রমুখ।