গোলাপগঞ্জে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ১:৩২:২৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাজেল আহমদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী। অপর আহত কিশোর তানভির আহমদ (১৯) একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।
চিকিৎসাধীন আহত তানভির আহমদ জানান, নিহত তাজেল আহমদের সাথে প্রতিপক্ষ অপু আহমদের গত এক সপ্তাহ আগে কোন কারণে মেসেঞ্জারে গালাগালি হয়। এরপর অপু নিহত তাজেলকে দেখা করার কথা বলে। ঘটনার সময় তানভির ও তাজেল বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তখন অপু, সাঈদসহ আরও ৫-৬ জন তাদের পিছু নেয়। পিছন থেকে অপু আহমদ তাজেল আহমদকে ডাক দিলে তাজেল তার কাছে যায়। তখন তানভীর যেতে নিষেধ করে। কিন্তু তাজেল ডাকার কারণ জানতে অপুর কাছে যাওয়া মাত্র তাকে গলায় ছুরিকাঘাত করে অপু। এসময় তানভীর এগিয়ে গেলে তাকে পৌর এলাকার দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করে।
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাজেল আহমদ মারা যান। অপর আহত তরুণ বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
এদিকে, গতকাল শুক্রবার বাদ আছর আমুড়ায় জানাজা শেষে নিহত তাজেল আহমদের দাফন সম্পন্ন হয়। জানাজায় আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টুসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন।