দুর্গাপূজা উপলক্ষে কাউন্সিলর লিপনের শাড়ি-লুঙ্গি বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ১:৫৭:০২ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপনের ব্যক্তিগত তহবিল থেকে দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কদমতলীতে আয়োজিত এক অনুষ্ঠানে ৮শ’ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে এসব বিতরণ করা হয়।
কাউন্সিলর তৌফিক বক্স লিপনের সভাপতিত্বে ও ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহনগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, প্রধান বক্তা ছিলেন মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধাপক মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, মহনগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, শাহ আলম জুনেদ, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ, শাহিন আহমদ, এম এন ইসলাম, তেরা মিয়া, বিলাল আহমদ, সাইদুর রহমান জুনেল, সজিব আহমদ, নলি পাল, রাজিব, লিটু পাল, রাজু পাল প্রমুখ।-বিজ্ঞপ্তি