ওয়েসিস হসপিটাল পরিদর্শনে মালয়েশিয়ান হাইকমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৪:২৭:৩১ অপরাহ্ন
মালয়েশিয়ান হাইকমিশনার হাজনাহ মো: হাশিম সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ওয়েসিস হসপিটাল পরিদর্শন করেছেন। গত শুক্রবার দুপুর ১২টায় তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন, কাউন্সিলর আনিস ওয়াজদি ইউসুফ, প্রথম সেক্রেটারী মুহাম্মদ এসজুয়ান এবিডি, তৃতীয় সেক্রেটারী ফারহুস ফাইজ রসলান, ইউসিএসআই হাসপাতাল মালয়েশিয়ার (কার্ডিওথোরাছিস সার্জন) প্রফেসর ডা: রাজা আমিন, ডা: ও ডিরেক্টর গ্রেথ শেলী, কেপিজি হাসপাতাল মালয়েশিয়া এর প্রতিনিধি হিসেবে মার্কেটিং ম্যানেজার মোঃ শুয়েব, এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার গাজী শরাফুদ্দীন হাসান, মুহাম্মদ খাইরুদ্দীন খুদরী প্রমুখ।
ওয়েসিস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: সোলাইমান আহমদ হাসপাতালের প্রবেশদ্বারে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহীর সদস্য পরিচালক ডা: সাব্বির হোসেন, পরিচালক ডা: মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী লিজু, উপ অর্থ পরিচালক আশফাক রাজা চৌধুরী, পরিচালক মো: ফরিদ আহমদ, হাসপাতালের কনসালটেন্ট (নিউরোলজি) অধ্যাপক ডা: কামাল আহমদ, কনসালটেন্ট (অর্থোপেডিকস) সহযোগী অধ্যাপক ডা: মির্জা ওসমান বেগ, কনসালটেন্ট (মেডিসিন) অধ্যাপক ডা: রুহুল কবির, কনসালটেন্ট (মেডিসিন) ডা: রাশেদ মাহমুদ, কনসালটেন্ট (শিশুরোগ) সহকারী অধ্যাপক ডা: এমদাদুর রহমান, কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) সহকারী অধ্যাপক নুজহাত শারমিন উর্মি প্রমুখ। পরে হাসপাতালের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মালয়েশিয়ান হাইকমিশনারের কাছে হাসপাতালের বিভিন্ন দিক প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। পরে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। বক্তব্যে মালয়েশিয়ান হাইকমিশনার ওয়েসিস হসপিটাল এর ভূয়সী প্রসংশা করেন এবং ওয়েসিস হসপিটাল ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি