সংবাদ সম্মেলনে অভিযোগ
স্থানীয় বিএনপি ও সংসদ সদস্য প্রার্থী সম্পর্কে শমসের মবিন নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৪:৩০:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ‘এডিটর গিল্ডস’ নামের একটি সংগঠন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শমসের মবিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী তিনি ও স্থানীয় বিএনপি সম্পর্কে নানা বিভ্রান্তিকর মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে চরম মিথ্যাচারের আশ্রয় নিয়ে তাঁর সাথে ফোনালাপ বিষয়ের অবতারণা করেন। তিনি এরূপ বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে শমসের মবিনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। তিনি শনিবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘বিএনপি বর্তমানে দেশব্যাপী এক দফার আন্দোলন করছে। অন্যদিকে বর্তমান সরকার তার ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য তাদের কিছু ক্রীড়নক মাঠে নামিয়েছে। এরা সরকারের এজেন্ট হিসেবে শমসের মবিন চৌধুরী সাধারণের মনে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছে।’
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘শমসের মবিনের সঙ্গে তাঁর যোগযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না। কারণ যে দলের সাথে বেঈমানি করতে পারে সে যে-কারো সাথে বেঈমানি করতে পারে। অথচ এই ব্যক্তি সেদিন বৈঠকে বলেছেন, আমার সাথে নাকি তার ফোনালাপ হয়েছে। শুধু তাই নয় তিনি আমার দলকে হেয় করেছেন এবং বলেছেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে নাকি বিএনপির কোনো তৎপরতাই নেই। এটা যে উদ্দেশ্যপ্রণোদিত এবং চরম মিথ্যাচার। কারণ সিলেট-৬ আসনে আন্দোলন কিংবা নির্বাচনকেন্দ্রিক দলের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকার্মীরা সদা প্রস্তুত রয়েছেন।’
ফয়ছল আহমদ চৌধুরী আরো বলেন, বিএনপি’র নেতৃত্ব একদফার সরকার পতনের আন্দোলন চলমান। শমসের মবিন চৌধুরী যে মিথ্যাচার করেছেন, ষড়যন্ত্র করছেন তা সফল হবে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জান উজ্জøল, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না প্রমুখ।