শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীকে আনোয়ারুজ্জামান চৌধুরীর শুভেচ্ছা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৪:৫০:১০ অপরাহ্ন
সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশেনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আবহমানকাল থেকে উৎসব আর ঐতিহ্যকে নিয়ে আঁকড়ে আছে বাঙালি জাতি। এর ব্যতিক্রম নয় দুর্গাপূজাও। পূজা উপলক্ষে এক মিলন মেলার অবতারণা ঘটে। দুর্গাপূজার মিলনমেলায় অংশগ্রহণ করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ। এ জন্যই বলা হয়, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচন সমাগত। নির্বাচনকে সামনে রেখে একটি চক্র দেশে জটিল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। সেই দিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সাথে সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি ও সহাবস্থানের ধারাবাহিকতায় এ বছরের পূজা উদযাপন ও অতীতের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে। শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়সহ সকল মানুষের জীবনে শান্তির বার্তা বয়ে আনবে এই প্রত্যাশা করি।
তিনি বলেন, আমরা যদি সমাজের বা অন্তরের অশুভকে দমন করি ন্যায় ও সত্যের শক্তিতে, তাহলে অন্যায় থেকে, পাপ থেকে মুক্ত থাকি। শুভ্র-সুন্দর উজ্জ্বলতায় সমাজ ও ব্যক্তি ভাস্বর হয়ে ওঠে।
তিনি বলেন, সাম্প্রদায়িকতা আমাদের বিভক্ত করে দেয়, সংকীর্ণতা আমাদের বিচ্ছিন্ন করে। এগুলোকে রুখতে হবে। এগুলোই এ যুগের অসুর। অশান্তি ও বৈষম্যেও অশুভ শক্তিকে নির্মূল করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও কল্যাণ।
তিনি শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি