বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে আনোয়ারুজ্জামান চৌধুরী
সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পালনের আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৩, ৫:৩৯:৪৩ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। রোববার বিকেলে রামকৃষ্ণ মিশন থেকে পূজামন্ডপ পরিদর্শন শুরু করেন মেয়র। এরপর তিনি নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যান। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
তিনি বলেন, সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সিলেট। আর এই দৃষ্টান্ত যুগ যুগ ধরে সিলেটে বিদ্যমান বলেই ধর্ম যার যার উৎসব সবার- এই রীতিতে আমরা এগিয়ে চলছি। সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
পরে মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর আরও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথাজি মহারাজ,সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, মিশনের সহসভাপতি দিবাকর ধর রাম, মহানগর পূজা পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত,সাধারণ সম্পাদক চন্দন দাস, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জাহাঙ্গীর আলম, এবিএম এম জিলালুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর নাজমুল ইসলাম, জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম নাদিম, হিরন মাহমুদ নিপু, রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজোয়ান আহমদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুল মুকিত, দেবাশীষ দাসসহ নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি।