শাল্লায় আগুনে পুড়ে চারটি ঘর ভস্মীভূত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৩, ৫:১৬:৫৭ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শাল্লায় আগুনে পুড়ে চারটি ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ঘুঙ্গিয়ার গাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়েছে দুটি পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ডাঃ কুমুদ রঞ্জন মজুমদার ও মহিতোষ সরকারের ঘরে আগুন লাগে। এই দুটি ঘরে চারটি ভাড়াটিয়া পরিবার বসবাস করে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জানান, ঘটনাস্থল থেকে ১ কিলোমিটারেরও কম দূরত্বে ফায়ার সার্ভিস স্টেশন থাকা স্বত্বেও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত না থাকায় আগুন নেভাতে অনেক বেগ পোহাতে হয়েছে। দীর্ঘদিন যাবত ফায়ার সার্ভিসের সদস্যরা না থাকায় এলাকায় প্রায়ই আগুন লেগে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। অগ্নিকান্ডের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, ও ভাইস-চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় উপজেলা প্রশাসন তা করবে বলে জানান তিনি।