বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত —-এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৪:২৫:৩৮ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহানবমীতে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগান সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন। এর পর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার জীবনপুর সাতহাল, জীবনপুর উদয়ন সংঘ, জীবনপুর গোপী মহন্তের বাড়ি, পুরান বালুচর, কালাইরাগ পশ্চিমপাড়া দূর্গামন্দির, বালুচর লোকনাথ সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ ধরে সিলেটেও এই ঐতিহ্য আমরা বজায় রেখে চলেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্য যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশে সকল ধর্মের মানুষ নির্বিঘেœ তাদের ধর্মীয় আচার আচরণ ও অনুষ্ঠানাদি পালন করতে পারে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি শান্তিপূর্ণভাবে পালনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আফতাব আলী কালা মিয়া, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রদীপ কুমার দেব, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল বিশ্বাস, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শংকর চন্দ্র মন্ডল, জেলা পরিষদ সদস্য তামান্না নাজমুল হেনা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন, তাঁতীলীগের সভাপতি শেখ তরিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।-বিজ্ঞপ্তি