শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৮:০৩:৫৭ অপরাহ্ন
বেলা ২টা থেকে প্রতিমা বিসর্জন
স্টাফ রিপোর্টার ঃ আজ মঙ্গলবারই মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী, ফিরবেন স্বামী গৃহ কৈলাশে। বছরের আশ্বিন মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি থেকে দশমী তিথিতে জগজ্জননী ঊমা দেবী পিতৃগৃহ থেকে বেরিয়ে যান। এবছর শ্রাবণ মাস মলমাস হওয়ায় (একমাসে দুটি অমাবস্যা হলে মলমাস ধরা হয়) একমাস কোন পূজা অনুষ্ঠিত হয়নি। ফলে আশ্বিনের পূজা কার্তিক মাসে হচ্ছে। মহাষষ্ঠীর দিন অকাল বোধনে স্বামীর ঘর কৈলাশ থেকে দেবীর অধিষ্ঠান হয়েছিল ঠাকুরঘরে বা পূজামন্ডপে। ষষ্ঠী থেকে দশমীর বিদায়ের সময় একদিকে আনন্দের জোয়ার, আবার অন্যদিকে বিষাদের সুর বাজে। আজ বিজয়া দশমী। সকালে দশমী পূজার পর দর্পণ বিসর্জন করা হবে।
শরতের শুক্লপক্ষে ভক্তের অকাল বোধনে মা-দুর্গা – দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, কার্তিক, গণেশ, কলা বৌ এবং মাথার উপর শিবকে নিয়ে সপরিবারে আসেন ধরাধামে বা মন্ডপে। সাথে থাকেন অসুর, দুর্গার বাহন সিংহ, লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন শ্বেতহংস, কার্তিকের বাহন ময়ূর, গণেশের বাহন ইঁদুর। বিদায় বেলায় সকলকে নিয়ে মা ্ঊমা ফিরবেন কৈলাশে।
আদ্যাশক্তি মহামায়া মর্ত্যে আসেন সকল অশুভ শক্তি বিনাশ করে শান্তি প্রতিষ্ঠা এবং অধর্ম নির্মূল করে ধর্ম সংস্থাপন করতে। দেবী মহামায়া অসুর শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়ে মর্ত্যে শান্তি প্রতিষ্ঠা করেন।
গতকাল সোমবার ছিল মহানবমী। নবমী পূজা শেষে যজ্ঞাদি অনুষ্ঠিত হয়। যজ্ঞ নবমী পূজার মধ্য দিয়ে ভক্তরা দুর্গতিনাশিনী, মহিষাসুর মর্দিনীর আরাধনা করেন। মহানবমীর রাতেও নগরীর পূজামন্ডপগুলোতে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়।
নগরীর করেরপাড়া, আখালিয়া কালিবাড়ি, দাড়িয়াপাড়ার সনাতন যুব ফোরাম, ঝুমকা সংঘ, রক্ষাকালি বাড়ি, চৈতালী সংঘ, মির্জাজাঙ্গালের দত্ত কুঠির, জল্লারপারের সত্যম শিবম সুন্দরম, লামাবাজারের তিন মন্দির, বিলপাড় অনির্বাণ সংঘ, কাজলশাহ, মাছুদিঘির পাড়ের ত্রিণয়নী, মাছিমপুর মণিপুরীপাড়ার গোপীনাথ জিউর মন্দির ও মাছিমপুর কুরি পাড়া, চালিবন্দর, যতরপুর, তোপখানা, শেখঘাট, বসুধা শারদীয় উৎসব, সাধু বাবুরবাড়ি লাল ব্রাদার্স পারিবারিক পূজা, জামতলা সার্বজনীন পূজা মন্ডপ, রায়নগর, ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ, গোপালটিলা, বালুচর, দুর্গাবাড়ি, আম্বরখানা, গোটাটিকরা, জৈনপুর ও শিববাড়ি পূজামন্ডপে মানুষের ভিড় দেখা যায়।
এদিকে, আজ মঙ্গলবার বেলা ২টা থেকে নগরীর সুরমা নদীর চাঁদনীঘাটে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম শুরু হবে। চলবে রাত ৯টা পর্যন্ত। বিসর্জন কার্যক্রম চাঁদনীঘাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার তত্ত্বাবধানে অস্থায়ী সুবোধ মঞ্চ থেকে পরিচালনা করা হবে।
সিলেট মহানগর পূজা পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত জানান, বিসর্জনের সময় শোভাযাত্রায় প্রতিমা বহনকালে রাস্তায় মাইক ও সাউন্ড সিস্টেম না বাজানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, বিসর্জনকালে শিশু-মহিলাদের সাথে না রাখার অনুরোধ জানান তিনি।