নিজ এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বীর বিক্রম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১১:১৬:১৯ অপরাহ্ন

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : একটি টকশোতে করা মন্তব্যের জেরে নিজ এলাকায় বিএনপির তোপের মুখে পড়েছেন ‘তৃণমূল বিএনপি’র চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। তাকে নিজের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ‘অবাঞ্ছিত’ও ঘোষণা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তার কুশপুত্তলিকাও দাহ করে। এমনি উত্তেজনার মধ্যেই নিজ এলাকায় এসেছেন সাবেক এই বিএনপি নেতা। রোববার রাতে তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। গত নির্বাচনের আগে তিনি বিকল্পধারায় যোগ দেন। এবার আরেকটি নির্বাচনের আগে ‘তৃণমূল বিএনপি’র চেয়ারপারসন হয়েছেন শমসের মবিন ।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত গোলটেবিল বৈঠকে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের স্থানীয় বিএনপি এবং দলটির নেতা ফয়ছল আহমদ চৌধুরী সম্পর্কে নানা মন্তব্য করেন শমসের মবিন। তার এমন মন্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে গত ১৬ অক্টোবর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছেন তারা। এসময় বিএনপি নেতাকর্মীরা শমসের মবিন চৌধুরীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। এছাড়া শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে গত শনিবার সিলেটে সংবাদ সম্মেলন করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি শমসের মবিনকে ‘দলছুট, বিশ্বাসঘাতক, নীতিহীন ও পথভ্রষ্ট’ আখ্যা দেন।
সংবাদ সম্মেলনের একদিন পরই নিজ এলাকায় এসেছেন শমসের মবিন। তিনি রোববার রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ এলাকার শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে পূজাম-প পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় শমসের মুবিন চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক। এদেশে কোন ভেদাভেদ নেই। জাতি ধর্ম বর্ণ কোন বিভাজন নেই। এদেশ হলো গণতান্ত্রিক রাষ্ট্র। সকলের রয়েছে সমান অধিকার। এদেশ হলো সকল মানুষের দেশ। তিনি বলেন, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছি। জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছি।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ‘তৃণমূল বিএনপি’র সিলেট জেলা শাখার আহবায়ক এম এ হান্নান, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সানাউল হক। এরপর তিনি ভাদেশ্বর খমিয়াপাতন পূজাম-প ও বিয়ানীবাজারের কয়েকটি পূজাম-প পরিদর্শন করেন।