১৫ বছরে ৭৬১ কোটি টাকা জরিমানা আদায় ট্রাফিক পুলিশের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১১:২১:৫৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে মোট ৭৬১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা জমা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১,৯৯,২৩,২৭৭/-(সাতশত একষট্টি কোটি নিরানব্বই লাখ তেইশ হাজার দুইশত সাতাত্তর টাকা মাত্র) সরকারি কোষাগারে জমা প্রদান করেছে।
উল্লেখ্য যে, বর্তমানে দেশে ৮টি মেট্রোপলিটন পুলিশ ইউনিট রয়েছে।