সংসদে মোকাব্বির খান নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১১:২৫:৫০ অপরাহ্ন

ডাক ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, গণফোরাম নেতা মোকাব্বির খান।
তিনি বলেছেন, ‘শুধু বিনিয়োগকারী নয়, সাধারণ মানুষের মধ্যেও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। আমরা নিজেদের স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন। রাষ্ট্রের মালিক জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
গতকাল সোমবার জাতীয় সংসদে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০২৩ সালের উপর জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন মোকাব্বির খান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের পরস্পর দোষারোপের দিকে ইঙ্গিত করে মোকাব্বির খান বলেন, ‘কথায় আছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? সুতরাং অতীতকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমার করণীয় আমি করার চেষ্টা করি।’
মুক্তিযুদ্ধের মতো এখন আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করে মোকাব্বির খান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হতে পারে। তাতে অর্থনীতির চাকা সচল হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরি আসবে। দেশ কাক্সিক্ষত লক্ষে পৌঁছে যাবে। অর্থনৈতিক অঞ্চলগুলো সচল হবে।