বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না উড়ন্ত দক্ষিণ আফ্রিকা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১১:৩২:৪৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট তেমন স্পিন সহায়ক নয়। ব্যাটিং বান্ধব উইকেট। মাঠও আবার ছোট। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওই মাঠে ৩৯৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা।
ওদিকে, বাংলাদেশ স্পিন বোলিংয়ে শক্তিশালী দল। পেসাররা পূর্বে ভালো ক্রিকেট খেললেও ভারতে এসে হƒদম খুঁজে পাননি। পেস বোলিংয়ের অন্যতম ভরসা তাসকিন আহমেদও দক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে ছিটকে গেছেন।
আজ মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টানা তিন ম্যাচে হারের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। তারপরও ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে জয় পেতে ব্যাটিং নয় বোলারদের দিকে তাকিয়ে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, বোলাররা ভালো না করলে এখানে জেতা খুব কঠিন হবে।
গতকাল সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘বোলাররা পারফর্ম না করলে এখানে জেতা খুব কঠিন হবে ।’
এদিকে, তিন জয় নিয়ে দারুণ ছন্দে আছে প্রোটিয়ারা। যদিও ডাচদের কাছে হার প্রোটিয়াদের চলতি বিশ্বকাপের কলঙ্কিত অধ্যায়।
ফুল ফর্মে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নয় দক্ষিণ আফ্রিকান ব্যাটার এইডেন মার্করাম। তিনি বলেছেন, বিশ্বকাপে এরই মধ্যে দেখা গেছে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর বিষয়টা না মানলে তার সাজাও পেতে হবে। তাই নিজেদের কাজটাই ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন তারা।
মার্করাম বলেছেন, ‘নাহ্, আমার মনে হয় না আপনি কখনো বলতে পারেন যে কোনো দলের সঙ্গে খেলার এটাই সঠিক সময়। আমরা সবাই দেখেছি যে নির্দিষ্ট দিনে এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর আপনি যদি এই বিষয়টা না মানেন, আমার মনে হয় ক্রিকেট আপনাকে এর শাস্তি দিতে পারে।’