গাজায় বিমান হামলায় একদিনেই নিহত ৪০০ ফিলিস্তিনি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ১১:৩৫:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : গাজা উপত্যকায় টানা ১৭তম দিনের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তীব্র বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গতকাল সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল রোববার রাতভর তীব্র বোমা হামলা চালিয়েছে। এতে রাতেই ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িতে এদিন বোমা হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
গত কয়েক ঘণ্টায় গাজার বেশ কয়েকটি হাসপাতালের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিন্তু কোন হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যেসব হাসপাতালের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে সেগুলো হচ্ছে, আল-শিফা, এটা গাজার সবচেয়ে বড় হাসপাতাল। এছাড়াও রয়েছে আল-কুদস এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ দিন ধরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৪ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অন্যদিকে, ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। এই হামলায় ১ হাজার ৪০০ ব্যক্তি নিহত হন। এ ছাড়া ইসরায়েল থেকে তারা ২১২ ব্যক্তিকে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে।