সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ॥ শিশুসহ আহত ১৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ১১:৫৭:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বিদেশ যাত্রী, রাজমিস্ত্রিসহ ২ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ১৬ জন। দক্ষিণ সুরমায় বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আরো ১৫ জন। আজমিরীগঞ্জে সড়ক পারাপার হতে গিয়ে ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) চাপায় আহত হয়েছে এক শিশু। গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মাসুদ খান (৩৩) নামের এক যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অনন্ত গোলাম আলীপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। মাসুদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নোয়াগাঁও (খান বাড়ি) গ্রামের মৃত হিরন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও নিহতের খালাত ভাই মুজিবুর রহমান চৌধুরী জানান, মাসুদ মোটরসাইকেল চালিয়ে বেতাউকা গ্রামে তার খালার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ট্রাক চাপায় ঘটনাস্থলে তিনি মারা যান। নিহতের ভাতিজা কামরুল ইসলাম জানান, দুই মাসের মধ্যে তার ইতালি যাওয়ার কথা ছিল। ট্রাক চাপায় তার ইতালি যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। তার ছোট ছোট দু’টি শিশু সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ট্রাক চালক ও হেলপারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
কুলাউড়া অফিস : মৌলভীবাজারের কুলাউড়ায় সার বোঝাই ট্রাক উল্টে সুলেমান মিয়া (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্য হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলেমান ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে সুলেমানের লাশ বের করে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ভাটেরা হয়ে কুলাউড়ার দিকে আসছিল সার বোঝাই একটি ট্রাক। পথে ভাটেরার কৃষ্ণপুর এলাকায় ট্রাকটি পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গিয়ে চাপা পড়ে সুলেমান মারা যান। এ সময় ট্রাকচালক সুমন মিয়া পালিয়ে যান। কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমেদ বলেন, ঘণ্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে নিহতের লাশ বের করা হয়। এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে এবং ট্রাক থানায় জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
দক্ষিণ সুরমা প্রতিনিধি জানান, সিলেটের দক্ষিণ সুরমায় লালবাজারে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী সাত মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ সামসুদ্দোহা পিপিএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, আজমিরীগঞ্জে ব্যাটারি চালিত বেপরোয়া অটোরিক্সার চাপায় গুরুতর আহত হয়েছে জান্নাত নামে ৪ বছরের শিশু। সে সুনামগঞ্জের শাল্লা উপজেলার মামুন মিয়ার শিশু কন্যা। গতকাল মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত শিশুটি তার সমবয়সী অপর এক শিশুকে নিয়ে হাসপাতালের সামনে দোকান থেকে খাবার কেনার জন্য যাচ্ছিলো। রাস্তা পারাপারের সময় একপাশ থেকে আসা বেপরোয়া অটোরিক্সা চাপা দেয়। এতে জান্নাত গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ বলেন, দুর্ঘটনায় বিষয়টি কেউ অবগত করেননি। তবে বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন বলে জানান ওসি।