বাহুবলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা চেষ্টা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৩, ১২:১৬:২৭ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে জালাল মিয়া নামে এক ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী জালাল মিয়া (৪২) উপজেলার ওই গ্রামের মদরিছ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী জালাল মিয়া রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত কৌশলে তার ঘরে প্রবেশ করে। পরে তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা চেষ্টা করে। দুর্বৃত্তদের অবস্থান টের পেয়ে জালাল মিয়া জেগে উঠলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বাহুবল মডেল থানা পুলিশ। তবে কী কারণে এ ঘটনাটি ঘটেছে, তা জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু আলামতও জব্দ করা হয়েছে। কী কারণে এ ঘটনাটি ঘটেছে, তা জানা না গেলেও পুলিশের তদন্তে সব বেরিয়ে আসবে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।